নিষেধাজ্ঞার পর মুখ খুললেন এমি মার্টিনেজ
গত কয়েক বছরে পারফরম্যান্সে অন্য গোলরক্ষকদের পেছনে ফেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সর্বজয়ী আর্জেন্টিনার সাফল্যের অন্যতম কারিগর এমি মাঠে যতটা আলোচিত, ততটাই সমালোচিত। অদ্ভুত সেলিব্রেশন করে বিভিন্ন সময় জড়িয়েছেন বিতর্কে। এবার তো ফিফা তাকে নিষেধাজ্ঞাই দিয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। সেই বিবৃতিতে বলা হয় ‘মার্টিনেজ তার আগ্রাসী ব্যবহার ও ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা।’
আর্জেন্টিনা দ্বিমত করলেও এবার মুখ খুলেছেন মার্টিনেজ। ফিফার শাস্তি মেনে নিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে এমনটি জানান মার্টিনেজ। পাশাপাশি কেউ তার আচরণে ব্যথিত হলে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান করেন এই গোলরক্ষক।
মার্টিনেজ বলেন, ‘ফিফার দেওয়া শাস্তি আমি মেনে নিচ্ছি। আমার আচরণে যদি কেউ দুঃখ পান, ক্ষমা চাচ্ছি সবার কাছে। আমার উদযাপনের মুহূর্তগুলো অনেকের মুখে হাসি ফোটায়। আমি কখনও কাউকে কষ্ট দিতে বা অসম্মান করার জন্য উদযাপন করি না। আমি চেষ্টা করব, আগামীতে আমার উদযাপনে কেউ যাতে কষ্ট না পায়।’
আর্জেন্টিনার জার্সিতে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়া মার্টিনেজ চলতি মাসে ভেনেজুয়েলা ও বলিভিয়ার সঙ্গে ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। জাতীয় দলে নিষিদ্ধ হলেও এই নিষেধাজ্ঞা তার ক্লাব অ্যাস্টন ভিলায় খেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।