পেরু ম্যাচের আগে আর্জেন্টিনা দলে জোড়া ধাক্কা
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ লাতিন আমেরিকা অঞ্চলের আরেক দেশ পেরু। চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে জোড়া ধাক্কা খেল লিওনেল স্কালোনি শিষ্যরা।
আগামী বুধবার (২০ নভেম্বর) ভোরে বুয়েনস এইরেসে হতে যাওয়া এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে লেগেছে জোড়া ধাক্কা। চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না দুই নিয়মিত খেলোয়াড়ের। তারা হলেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো।
তাদের চোটের বিষয়ে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, ডান ঊরুর চোটে ভুগছেন মোলিনা। গত পরশু প্যারাগুয়ে ম্যাচের একাদশে থাকা এই রাইট ব্যাক সেদিনই পুরো ম্যাচ খেলতে পারেননি। তার জায়গায় বদলি করা হয়েছিল গঞ্জালো মন্তিয়েলকে।
চোটের সংবাদ পাওয়ার পর দলে জরুরি ডাক দেওয়া হয়েছে স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড গিলিয়ানো সিমিওনেকে। ২১ বছর বয়সী এই তারকাকে পেরুর বিপক্ষে ম্যাচের জন্য বেছে নিয়েছেন কোচ স্কালোনি। গিলিয়ানো সিমিওনে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। বুধবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে ৬ ম্যাচে ৩ গোল করা এই ফরোয়ার্ড। অন্যদিকে রোমেরোর জায়গায় পেরুর বিপক্ষে দেখা যেতে পারে লিওনার্দো বালেরদিকে। প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এই সেন্টারব্যাক।
বিশ্বকাপ বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষেই অবস্থান করছে। সমান ম্যাচে কলম্বিয়া এবং উরুগুয়ে ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে, আর ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।