রিকশাচালক হত্যায় শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের নামে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বোন নিকুফার বেগম মামলাটি দায়ের করেন। এদিন বিচারক মো. আক্তারুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে মামলাটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
নথি থেকে জানা গেছে, এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপর আসামিরা হলেন–– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, মুরাদ খান, জাহিদ খান ইউসুফ, হাবিব বেপারী, রিয়াজুল ইসলাম শহীদ, সারাফাত ইসলাম ডলার, রানা হাওলাদার, রাজা জমাদ্দার, শাহাদাৎ বেপারী, জাহিদা খান, গোলাম মাওলা মিঠু, মিরাজুল হাওলাদার, সুজন আকন, তানভীর বেপারী, সাহিন আকন, প্রাণবল্লভ দাস, মনির হাওলাদার, শাখাওয়াত হাওলাদার, রাসেল মোল্লা, সুজন মোল্লা, ওবায়দুর রহমান, শাহজাহান হাওলাদার।
এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিলে ছিলেন রিকশাচালক মনিরুজ্জামান মনির। আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ ও র্যাব সাধারণ ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মনির। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।