ইংলিশ রাজত্বে পাকিস্তানের লজ্জার ইতিহাস
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ৮২৩ রান! মুলতান টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও সমান রাজত্ব চলে ইংলিশদের। এমন ম্যাচের শেষ দিনে লজ্জার হারের ইতিহাস গড়ল পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হেরে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল সান মাসুদের দল।
আজ শুক্রবার মুলতান টেস্টে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের সিরিজের এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান প্রথম ইনিংসে প্রায় দেড়শ ওভার ব্যাট করে রান তুলেছিল ৫৫৬ রান! এক ইনিংসে এত রানের পরও পাকিস্তান হারবে এটা দুঃস্বপ্নেও ভাবেনি কেউ তারা। অথচ হলো সেটাই।
৫০০ এর অধিক রান করেও ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল এক ইনিংসে ৫০০ রান তুলেও ইনিংস ব্যবধানে হেরে গেল। এ ছাড়া এক ইনিংসে ৫০০ রান ছুঁয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ার ঘটনা এবার নিয়ে ১৯ বার দেখল টেস্ট ক্রিকেট।সর্বোচ্চ পাঁচবার এমন পরাজয়ের সাথে নাম জড়ালো পাকিস্তানের। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর ইংল্যান্ডের কাছে এমন হারে পাকিস্তান ক্রিকেটে নেমে এলো পাহাড়সমান হতাশা।
এই টেস্টের শুরুর দিন থেকেই নিষ্প্রাণ উইকেট। টানা সাড়ে তিনদিন ধরে চলে ব্যাটারদের রাজত্ব। প্রথমে পাকিস্তানি ব্যাটারদের আগ্রাসন। এরপর ইংলিশরা দেখিয়েছেন আরও ভয়ংকর রূপ। পাকিস্তানের পাঁচশ ছাড়ানো ইনিংসের বিপরীতে ইংল্যান্ড প্রথম ইনিংসে রান তুলেছে ৮২৩!
টানা চারদিন ব্যাটারদের দাপটের পর এই টেস্টের ফল মোটামুটি সবাই ধরে নিয়েছিল ড্র। কিন্তু না, মুলতানে ঠিক দ্বিতীয় ইনিংসে নেমে মুদ্রার উল্টা পিঠ দেখেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করে তারা। ১১৫ রান পিছিয়ে থেকে আজ শুক্রবার শেষ দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। ম্যাচ বাঁচাতে হলে পুরো দিন উইকেটে টিকে থাকতে হতো তাদের। কিন্তু সেটা পারেনি পাকিস্তান।
আজ পঞ্চম দিনে শেষ দিনে ১৭.৫ ওভারেই শেষ খেলা। ৫৪.৫ ওভারে ২২০ রানে থেমে যায় পাকিস্তান। আর ইংলিশরা ম্যাচ জিতে নেয় ইনিংস ব্যবধানে।
এর আগে গতকাল প্রথম ইনিংসে শেষ পর্যন্ত সাত উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা দেয় ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে এ নিয়ে মাত্র চতুর্থবার ইনিংসে ৮০০ রান উঠল। যার তিনটিতেই নাম ইংল্যান্ডের। একটি শ্রীলঙ্কার। কলম্বোতে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে করা ৯৫২ রানের ইনিংস নিয়ে সবার উপরে তারা। তবে তিনবার করে সর্বোচ্চ সংখ্যায় নামটা ইংলিশদের।
মুলতানে ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১৭ রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক। ৩২২ বলের ইনিংসে ২৯ চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। অন্যদিকে তার সাথে জো রুট করেন ক্যারিয়ার সেরা ২৬২ রান।