বাফুফের প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট পাস হয়নি
বেশ উৎসবমুখোর পরিবেশের মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়ে গেল বাফুফের বার্ষিক সাধারণ সভা। আয়োজিত সভায় ২০২৫ সালের প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট পাস হয়নি।
এ ব্যাপারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বাফুফের বর্তমান সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভা শেষে বলেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছিল। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন।’
এদিকে টানা ১৬ বছর শাসনের পর শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের অধ্যায়। এবার নতুন সভাপতি পেতে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (২৬ অক্টোবর) নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। আগামী চার বছরের জন্য কার হাতে উঠছে বাফুফের দায়িত্ব সেটা নির্ধারণ করবেন বাফুফের ১৩৩ জন কাউন্সিলর।
আজ সকাল ১০টা থেকে শুরু হয় কংগ্রেস। এই কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টার পর থেকে। দুপুর থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—এই চার পদে মোট ২১ জন নির্বাচিত হবেন। তবে এর মধ্যে একজনের নিশ্চিত হয়ে গেছে। সেটি হলো সিনিয়র সহ-সভাপতি পদ। গত ২০ অক্টোবর এই পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমিন। তৃতীয় কোনো প্রার্থী না থাকায় সরাসরি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন অপর প্রার্থী ইমরুল হাসান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু আজ নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দিচ্ছেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—পদের জন্য লড়াই করা প্রার্থীদের।