গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের শাস্তির দাবিতে বিক্ষোভ
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার হওয়া আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসন মেট্রো থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মহানগরীর বাসন থানাধীন জয়দেবপুর রোডে ইসলাম প্লাজার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব জাহিদ হোসেন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার, মহানগর ওলামা দলের সভাপতি কাজী খোকন, বিএনপিনেতা মো. সিরাজুল ইসলামসহ কয়েকশ নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের বেনিফিশিয়ারি দুর্নীতিবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান কিরণের দৃষ্টান্তমূলক মূলক শাস্তিসহ তাঁর দোসরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
গত সোমবার রাত ৩টার দিকে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।