ফিলিং স্টেশনের ট্যাঙ্কিতে শিশুর মরদেহ, উদ্ধারের সময় বিস্ফোরণে আহত ৪
মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসাড়ায় পরিত্যক্ত ফিলিং স্টেশনের ট্যাংকিতে পড়ে আছে এক শিশুর মরদেহ। আজ রোববার রাত সাড়ে ৯টায় খবর পেয়ে অজ্ঞাতপরিচয় ওই শিশুর মরদেহ উদ্ধারে দুই ঘণ্টা ধরে চেষ্টা চালালেও রাত ১১টা পর্যন্ত উদ্ধার হয়নি।
এদিকে, উদ্ধার অভিযান পরিচালনার সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ফায়ার সার্ভিসকর্মী মো. রাসেল (২২) দগ্ধসহ আহত হয়েছেন চারজন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
আহত অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির।