মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয়ের পাশে চার হাজার মানুষের অংশগ্রহণে হয়ে গেল সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির মিলনমেলা। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এ মিলনমেলায় জেলার নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে মিলনমেলায় উপস্থিত হন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা, আব্দুল কুদ্দুস ধীরনসহ অন্য নেতারা।
সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের শীতকালীন মিলনমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় গতকাল বৃহস্পতিবার রাত ৩টায় ফুটবল ও আজ সকালে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুরে গণভোজে ঢল নামে সাধারণ মানুষের।
ফুটবলে মুখোমুখি হয় সাঈদ হোসেন মিন্টু একাদশ ও নাসির মির্জা একাদশ। এতে ২-০ গোলে বিজয়ী হয় সাঈদ হোসেন মিন্টু একাদশ।
অন্যদিকে ১০ ওভারের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় মতিউর রহমান সারেং একাদশ ও নিজাম মল্লিক নিজু একাদশ।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মতি সারেং একাদশ ১০৮ রান করে। জবাবে ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিজু একাদশ সব কটি উইকেট খরচ করে তোলে ৭৮ রান। ফলে ৩৮ রানে বিজয়ী হয় মতি সারেং একাদশ। দীর্ঘদিন পর সবাইকে একত্রিত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সদরঘাটের ১৮টি মার্কেটের ব্যবসায়ীদের সংগঠনের নেতারা।
বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা কাপ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এস এম জাহাঙ্গীর, সহসাধারণ সম্পাদক মো. বাবুল সারেং ও রনি মৃধা, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা জেমস, লৌহজং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাসেল, সদস্য সচিব দোলন খান, সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি মো. মতিউর রহমান সারেং, সাধারণ সম্পাদক নিজাম মল্লিক নিজু, সাংগঠনিক সম্পাদক মো. জনি, প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।