মাহফিলে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
পাবনায় মসজিদের ওয়াজ মাহফিলে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর জখম আব্দুল্লাহ দিশারি সরদার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আহত তাঁর চাচাতো ভাই কায়সার (১৯) চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলের বাইরে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরই জেরে ছুরিকাঘাতে আহত হন দিশারীসহ কয়েকজন।
পরে চিকিৎসাধীন অবস্থায় দিশারীর মৃত্যু হয়।
হেমায়েতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ওই এলাকার আব্দুল কুদ্দুস মালিথা, তার ছেলে হাসান মালিথা ও মজিবর মালিথা।