হাসানের শেষ ওভার নিয়ে যা বললেন মেহেদি
জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান, হাতে ছিল দুই উইকেট। বোলিংয়ে আসেন হাসান মাহমুদ। প্রথম বলে এক রান দেন এই পেসার। দ্বিতীয় বলটি ডট। হাসানের অফ স্ট্যাম্পের বাইরে করা তৃতীয় বলে তুলে মারতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন অধিনায়ক রভম্যান পাওয়েল। এর আগে পাওয়েল খেলেন ৩৫ বলে ৬০ রানের ইনিংস। তার বিদায়েই মূলত জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
শেষ তিন বলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। হাসান সেটি নিতে দেননি। বরং, তুলে নেন বাকি উইকেটও। পাঁচ বলে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট শিকার করেন হাসান। বাংলাদেশ পায় সাত উইকেটের জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে আজ সোমবার (১৬ ডিসেম্বর) ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
হাসান যদি হন শেষ ওভারে জয়ের নায়ক, শেখ মেহেদি তাহলে সেই মঞ্চ গড়ার কারিগর। বল হাতে চার ওভারে ১৩ রানে চার শিকার করেন, যার প্রত্যেকটি ক্যারিবীয় টপঅর্ডার ব্যাটার। বল হাতে ক্যারিবীয়দের একাই ধসিয়ে দেন ম্যাচসেরা এই স্পিনার।
ম্যাচের পর হাসানের সেই দুরন্ত ওভার নিয়ে কথা বলেন মেহেদি। জানান, হাসানের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তার। মেহেদি বলেন, ‘হাসান নিজেকে আবারও প্রমাণ করেছে। আমার মনে আছে, আয়ারল্যান্ড সিরিজে ডেথ ওভারে সে ম্যাচ জিতিয়েছিল। তার মধ্যে বিশ্বাস ছিল কি না, আমি জানি না। তবে আমার বিশ্বাস ছিল, হাসান এই ম্যাচটা শেষ করতে পারবে। শেষ ওভারে সে অসাধারণ বোলিং করেছে।’