বিজয়ের দিনে রেকর্ড গড়লেন লিটন
বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে সাত রানে পাওয়া জয়ে লিটন দাসের ভূমিকা ছিল অনবদ্য। ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক লিটন উইকেটের পেছনে গড়েছেন রেকর্ড।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আজ সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়লেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন চারটি ক্যাচ নেওয়া ছাড়াও একটি স্টাম্পিং করেছেন। মোট পাঁচটি ডিসমিসাল। এতে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের রেকর্ড তো ভেঙেছেনই, পাশাপাশি নিজের রেকর্ডও ভাঙলেন লিটন।
এতদিন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ তিনটি ডিসমিসালের রেকর্ডের মালিক ছিলেন মুশফিক, সোহান (দুবার) ও লিটন।
২০০৭ সালে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে মুশফিক, ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ও ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সোহান এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি করে ডিসমিসাল করেছিলেন লিটন। আজ এককভাবে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের দখলে নিলেন লিটন।
এদিকে স্বল্প পুঁজি নিয়েও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন লিটন। ম্যাচের পর তিনি বলেন, ‘অবশ্যই জয়ের বিশ্বাস ছিল। আমাদের বোলারদের সামর্থ্য আমরা জানতাম। যে বোলাররা আমাদের আছে, জানতাম যে তাদের ওপর ভরসা রাখতে পারি।'