সিরিজ জিততে সবকিছু করতে প্রস্তুত বাংলাদেশ : মেহেদি
নাটকীয় এক জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সাত রানে হারায় বাংলাদেশ। মহান বিজয় দিবসের সকালটা শুরু হয় লাল-সবুজের প্রতিনিধিদের বিজয় কেতন উড়িয়ে।
টেস্ট সিরিজে ড্র করার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ, সফরকারী বাংলাদেশ বেশ চাপেই ছিল। কিন্তু, টি-টোয়েন্টিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে দলের। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হওয়া শেখ মেহেদি জানালেন, সিরিজ জিততে সবকিছু করবে বাংলাদেশ।
ম্যাচের পর মেহেদি বলেন, ‘টেস্ট সিরিজ আমরা ভালোভাবে শেষ করেছি। ওয়ানডে সিরিজটা ভালো করতে পারিনি। আজকে বিজয়ের মাসে টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরু করেছি। সামনে আরও দুটি ম্যাচ আছে। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে, সেজন্য প্রস্তুত আছি সবাই।’
এদিন অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখান মেহেদী। প্রথমে ব্যাট হাতে ২৪ বলে দুটি চার ও এক ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। যে ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছাকাছি যায়। পরে বল হাতেও ক্যারিবীয়দের একাই ধসিয়ে দেন এই স্পিনার। স্বাগতিক টপঅর্ডারের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ভাঙেন ব্যাটিং স্তম্ভ। চার ওভারে ১৩ রানে শিকার করেন চার উইকেট।