লিটনকে টিভিতে দেখে মেয়ের উচ্ছ্বাস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাসগড়া সিরিজ জয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও অধিনায়কত্বে লিটন দাস ছিলেন দুর্দান্ত। ক্যারিবীয়দের মাটিতে ইতিহাস গড়ার পর মেয়ে আনায়রাকে নিয়ে আবেগী পোস্ট শেয়ার করলেন এই ক্রিকেটার।
অধিনায়ক হিসেবে লিটন মাঠে ও মাঠের বাইরে যেন সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন। এমন অধিনায়কই দলের প্রয়োজন। নাজমুল হোসেন শান্তর বদলে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া লিটন দেখালেন কীভাবে নেতৃত্ব দিতে হয়। স্বাগতিদের হোয়াইটওয়াশ করার পর লিটনও অবশ্য জানিয়েছেন, নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন তিনি।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে এবার তৃতীয় ম্যাচও ৮০ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়েছে লিটন দাসরা। শুধু কি তাই? দ্বিপক্ষীয় সিরিজে এবারই প্রথম ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হারানোর নজির গড়েছে। তাতে অসাধারণ সিরিজ জয়ে বছর শেষ করলো বাংলাদেশ দল।
বাংলাদেশের জয়ের পর পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে লিটন যখন মাইক হাতে কথা বলছিল, তখন বাবাকে টিভিতে দেখে এগিয়ে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন মেয়ে আনায়রা। সেই মুহূর্তটির একটি ছবি তুলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন লিটন।
আর ক্যাপশনে লেখেন, ‘বাড়ি থেকে দূরে কিন্তু ঘুম থেকে আগে উঠে আনায়রা যখন ওর বাবাকে দেখছে দল তখন সিরিজ জিতে নিয়েছে।’
২০১৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিয়ে করেন লিটন। বিয়ের চার বছরের মাথায় লিটনের ঘর আলো করে আসে তার প্রথম সন্তান।