মুখ খুললেন জাকের, কী হয়েছিল ড্রেসিংরুমে?
বছরের শেষটা দারুণ হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি জয় লাল-সবুজের প্রতিনিধিদের। শেষ ম্যাচে আজ ক্যারিবিয়ানদের ৮০ রানে হারিয়েছে লিটনরা। এমন জয়ের দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাকের আলি অনিক। তবে, সব ছাপিয়ে আলোচনায় জাকেরের সেই নাটকীয় রানআউট।
ঘটনার সূত্রপাত ম্যাচের ১৫তম ওভারে। ব্যাটিংয়ে ছিলেন জাকের ও শামীম। বোঝাবুঝিতে দুজন চলে যান এক প্রান্তে, সহজ রান আউট। দুই ব্যাটার এক প্রান্তে থাকায় কে আউট হয়েছেন তা নিয়ে দ্বিধা ছিলো। আম্পায়াররা জাকেরকে শুরুতে আউট দিলে তিনি হতাশায় নিজের উপর রাগ ঝাড়তে থাকেন, ড্রেসিংরুমে ফিরে ছুঁড়ে মারেন ব্যাট।
চরম হতাশা থেকে খানিক পর পরম আনন্দে ভাসেন তিনি, চতুর্থ আম্পায়ার এসে জানান তিনি আউট নন, আউট শামীম। আবার ক্রিজে ফিরে পরের ২৫ বলে যোগ করেন ৫৫ রান। বাংলাদেশকে নিয়ে যান ১৮৯ রানে, যাতে ভর করে আসে সহজ জয়।
ম্যাচসেরা হয়ে জাকের বলেন, 'ওটা ছিলো ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি। ড্রেসিংরুমে ফিরে হতাশায় আমি ব্যাট ছুঁড়ে ফেলি, হঠাৎ দেখি চতুর্থ আম্পায়ার আমাকে ডাকছেন। এরপর আমার জন্য আরেকটা রানআউট হলো। আমি তখন নিজে থেকে জেদ অনুভব করি। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা ভালো খেলতে সহায়তা করার জন্য। আমি তাদের (শামীম ও শেখ মেহেদী) রানগুলোও করতে পেরেছি।'
জাকের আরও যোগ করেন, ‘বাকি দুই ম্যাচের চেয়ে আজকের উইকেট তুলনামূলক ভালো ছিলো। আমি ক্রিজে গিয়ে সময় নিতে চেয়েছি। আমি নিজেকে জানি, যদি টিকে থাকতে পারি রান করতে পারব এই বিশ্বাস ছিলো। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার জন্য অসাধারণ সিরিজ। পুরো সিরিজ জুড়েই (ভালো খেলতে পারার তৃপ্তি)।'