অভিষেক ম্যাচেই রেকর্ডবুকে জাকের
জাকের আলী অনিকের আন্তর্জাতিক ক্যারিয়ার ঘাঁটলে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে তিনটা টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে সে তিন ম্যাচ ছিল গত অক্টোবরে এশিয়ান গেমসে, মূলত অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররাই গেছেন সেখানে। সে হিসেবে মূল দলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই 'অভিষেক' হয়েছে জাকেরের। অভিষেক ম্যাচেই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের একটি রেকর্ড ঠিকই নিজের করে নিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
তিন ম্যাচ সিরিজের রোমাঞ্চকর প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে হেরেছে বাংলাদেশ। শেষ ওভারে আউট হওয়ার আগে জাকের করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান। দুইশ স্ট্রাইক রেটে মাত্র ৩৪ বল মোকাবিলায়। এই ইনিংস খেলার পথে জাকের মারেন চারটি চার ও ছয়টি ছয়। এতেই রেকর্ডবুকে নাম ওঠে যায় এই ডানহাতি ব্যাটারের।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন জাকেরের। তার আগে কোনো ইনিংসে পাঁচটি করে ছয় হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ছয়জন। তারা হলেন নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
রেকর্ড গড়লেও জিততে না পারায় হতাশ হয়েছেন জাকের। সংবাদ সম্মেলনে এসে তাই হতাশাটা লুকিয়ে রাখলেন না তিনি। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার চেহারা দেখেই বুঝতে পারছেন, আমি কেমন আছি। হার তো সব সময়ই বেদনার। বিপিএল ফাইনালে হারের পর রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে ভালো লাগত। তবে আমি ভেঙে পড়ব না। অবশ্যই জেতা যায় সামনে, এ ম্যাচে হারলেও দল হিসেবে অনেক কিছু পাওয়ার আছে।’