দ্বিতীয় ম্যাচের আগে সুসংবাদ পেলেন জাকের
গত কয়েকটা সিরিজ ভালো যাচ্ছিল না জাকের আলী অনিকের। সেভাবে হাসছিল না ব্যাট। অনেক সমালোচনা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের স্কোয়াডে একাদশে জায়গাও হারিয়েছেন জাকের। আজ বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সুখবর পেলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
আজ পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথম ম্যাচে না খেলেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাকেরের। উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়েরও।
আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন জাকের। ৪৮১ পয়েন্ট নিয়ে ৬৪ নম্বর থেকে ৬২ নম্বরে ওঠে এসেছেন তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এর বাইরে এগিয়েছেন কেবল তাওহিদ হৃদয়। তিনিও দুই ধাপ এগিয়েছেন। বর্তমানে আছেন ৪৩ নম্বরে।
প্রথম ম্যাচে ভালো করতে পারেননি সাইফ হাসান। সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন সাইফ। অবশ্য এখনো তিনিই বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে।
এক ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাসের অবনতিও একধাপ। তিনি আছেন ৪৪ নম্বরে। প্রথম ম্যাচে না খেলা পারভেজ হোসেন ইমন ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৪ নম্বরে।
প্রথম ম্যাচে দলের আস্থার প্রতিদান দিতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী। দলের বিপদে ব্যাট করতে নেমে শূন্য রানে বিদায় নিয়ে দলের বিপদ আরও বাড়িয়েছিলেন। সেটার প্রভাব র্যাঙ্কিংয়ে বেশ ভালোভাবেই পড়েছে। সবচেয়ে বেশি ৭ ধাপ পিছিয়ে ৯৭ নম্বরে নেমে গেছেন তিনি।
এছাড়া টি-টোয়েন্টির স্কোয়াডে না থাকা সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন ২ ধাপ। তিনি বর্তমানে আছেন ৯৩ নম্বরে।

স্পোর্টস ডেস্ক