আমাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া : জাকের আলী

এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় দলের একাংশ রওনা দিয়েছে। বাকিরা আরব আমিরাতের বিমানে উঠবেন সন্ধ্যায়।
দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন জাকের আলী অনিক। সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানান এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে দল।
জাকের বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। যেহেতু ভালো প্রস্তুতি হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলে ভালো খেলে একটি টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।’
ভালো করতে বেসিকে নজর দেওয়ার প্রতি জোর দিয়েছে জাকের। কাউকে জবাব দেওয়া নয়, বরং নিজেদের সেরা খেলাটা খেলতে চান এই তারকা। মঞ্চটা বড়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।
জাকের যোগ করেন, ‘আমাদের বেসিকে নজর দিতে হবে। কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব, আমাদের সেরা ক্রিকেট খেলব। বড় মঞ্চ, আমরা দল হিসেবে খেলার চেষ্টা করব।’
টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে তিন প্রতিপক্ষ—হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।