ভারতের তুলনায় দেশে যেকোনো প্রকল্পের ব্যয় অনেক বেশি : রেলপথ উপদেষ্টা
দেশে যেকোনো প্রকল্পের ব্যয় ভারত বা আশপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, ‘রেলের বর্তমান অবস্থায় আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। যত্রতত্র রেলস্টেশন বানানো হয়েছে, রেললাইন বিস্তার করা হয়েছে। কিন্তু ইঞ্জিন, কোচ, জনবল আছে কিনা, সেগুলো ব্যবস্থা না করেই এসব করা হয়েছে।’ বিস্তারিত দেখুন ভিডিওতে।