এবার দ. আফ্রিকার পক্ষ থেকে আফগানদের বয়কটের দাবি
আগামী মাসে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ আট বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি। তবে, নানা কারণে এবারের আসর শুরু হওয়ার আগে থেকেই বেশ সমালোচিত। ভারত-পাকিস্তানের ঝামেলা শেষ না হতেই আফগানিস্তানকে নিয়ে নতুন সমস্যা শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি দেশটির ক্রিকেট দলের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের বিপক্ষে না খেলতে। এমন খবরই দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে দ.আফ্রিকা ও আফগানিস্তান। আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার পর নারীরা অধিকার হারাচ্ছে। বিশেষ করে, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশ নিতে দিচ্ছে না তালেবান সরকার, যা দেশটির সাধারণ জনগণের ওপর প্রভাব ফেলছে—এসব কারণ দেখিয়ে ম্যাকেঞ্জি বয়কটের ডাক দিয়েছেন।
এর আগে ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বরাবর চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে, যাতে তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলে। আইসিসির দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রোটিয়া ও আফগানদের সঙ্গে একই গ্রুপে আছে ইংল্যান্ড। ব্রিটিশ রাজনীতিবিদরাও নিজেদের চিঠিতে নারী অধিকার খর্বের বিষয়টি তুলে ধরেছেন।
আফগানিস্তানের গ্রুপে বাকি দল অস্ট্রেলিয়া। তারা অবশ্য এখনও না খেলার ব্যাপারে কোনো কিছু বলেনি।