দ্বি-স্তরের টেস্ট পরিকল্পনাকে হতাশাজনক বললেন মুমিনুল
সময়ের সাথে টেস্টের প্রতি তরুণ ক্রিকেটারদের আগ্রহ কমছে। এর জন্য দায়ী খোদ আইসিসি। কারণ আগ্রহ বাড়াতে তেমন কোনো উদ্যোগ নেই নিয়ন্ত্রক সংস্থাটির। এর ওপর তিন মোড়লকে বাড়তি সুবিধা দিতে গিয়ে অবস্থা আরও জটিল হচ্ছে। এবার টেস্ট দ্বি-স্তর নীতির পথে হাটতে যাচ্ছে আইসিসি। যে পরিকল্পনায় হতাশ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক।
আইসিসির এমন পরিকল্পনা নিয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে এটা হতাশাজনক। কারণ ঠিক কি পদ্ধতি অনুসর করা হবে সেটা নিশ্চিত নয়। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে যাওয়ার সুযোগ থাকবে কিনা, সেই বিষয়েও পরিস্কার করে কিছু জানানো হয়নি। এতে টেস্ট ম্যাচের সংখ্যা কম হবে। এটা টেস্ট খেলোয়াড়দের জন্য হতাশাজনক। আমার কাছে মনে হয় না এটা আমাদের জন্য ভালো কিছু হবে।’
মুমিনুল আরও যোগ করেন, ‘যখন একটি ভালো দলের বিপক্ষে খেলবেন তখন আপনি নিজের উন্নতির জায়গাগুলো সহজেই দেখতে পারবেন। এমনটা হলে টেস্ট ক্রিকেটের মান কমবে। আর মান কমলে খেলোয়াড়রা আগ্রহ হারাবে। যেটা বড় পরিসরে ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে না। এসব বিষয় মাথায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি।’
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য মেলবোর্ন এজ’ এর প্রতিবেদন অনুসারে, বর্তমানে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আছে ১২টি দেশ। আইসিসি ভাবছে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামোর কথা। এমনটা হলে ১২টি টেস্ট খেলুড়ে দেশকে ভাগ করা হবে দুই স্তরে। প্রথম স্তরে থাকবে শীর্ষ ৭টি দেশ, দ্বিতীয় স্তরে রাখা হবে বাকি ৫ দেশকে। এতে করে ক্রিকেটের ‘বিগ থ্রি’ খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে টেস্টের সংখ্যাও বাড়বে।
আর এই তিন দলের সিরিজগুলোতে যেহেতু বেশি আয় করার সুযোগ থাকে, তাই তা হাতছাড়া করতে নারাজ আইসিসি। এই প্রসঙ্গে আলোচনা করতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সভাপতি রিচার্ড থম্পসন ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাইক বেয়ার্ডের সাথে চলতি মাসের শেষদিকে বৈঠকে বসবেন। যেখানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।