আইসিসির শাস্তি পেল পাকিস্তান, লাভ হলো বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেও যায়নি পাকিস্তানের। হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে শান মাসুদের দলকে। আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়া পাকিস্তান এবার আইসিসি থেকেও বড় শাস্তি পেল। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, কোনো দল নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে এক ওভার কম করলে ১ পয়েন্ট কাটা যাবে। কেপটাউন টেস্টে পাকিস্তান দল ৫ ওভার পিছিয়ে থাকায় পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। পাশাপাশি পাকিস্তানকে ওই ম্যাচের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাঁচ পয়েন্ট কেটে নেওয়ায় চ্যাম্পিয়নশিপ চক্রে ১২ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ২৪.৩১ শতাংশ। ফলে তারা নেমে গেছে টেবিলের আটে, তাদের নিচে কেবল ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এ নিয়ে ১৩ পয়েন্ট কাটা পড়ল পাকিস্তানের। রিজওয়ানদের ৫ পয়েন্ট কেটে নেওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। পয়েন্ট তালিকার তলানিতে থেকে আগের দুই চক্র শেষ করা বাংলাদেশের এবার আর সেই বিব্রতকর অভিজ্ঞতার সম্ভাবনা নেই। বর্তমানে শতকরা ৩১.২৫ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে বাংলাদেশ।
আর পাকিস্তান শতকরা ২৪.৩১ পয়েন্ট নিয়ে আটে এবং ওয়েস্ট ইন্ডিজ শতকরা ২৪.২৪ পয়েন্ট নিয়ে নয়ে। যেহেতু এবারের চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ বাকি নেই। তাই তলানির দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এই চক্রে নিজেদের শেষ সিরিজে মুখোমুখি হবে চলতি মাসেই। সেই সিরিজে ফলাফল যাই হোক না কেন বাংলাদেশের পয়েন্ট তালিকায় আটের নিচে নামার কোনো সম্ভাবনা নেই।
দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সফরকারীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার কুমার ধারমাসেনা ও নিতিন মেনন। তৃতীয় আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টিভেন হ্যারিস।