দিনাজপুরে শীতে জনজীবন বিপর্যস্ত, রাতে ‘বৃষ্টির মতো’ কুয়াশা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/23/dinajpur_3.jpg)
দিনাজপুরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে টিপটিপ করে ‘বৃষ্টির মতো’ কুয়াশা পড়ছে। তিন দিন ধরে দেখা নেই সূর্যের। এমন পরিস্থিতিতে বাইরে বের হতে পারছে না মানুষ। সন্ধ্যার পরপরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে দিনাজপুরে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেখা যায়, প্রচণ্ড কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কাজের জন্য বের হতে না পেরে অনেকেই অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/23/dinajpur_2_0.jpg)
শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান বলেন, প্রচণ্ড শীতে শিশু ও বয়স্ক মানুষেরা অসুস্থ হচ্ছেন বেশি। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।