দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক-হেলপার নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/truck.jpg)
দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ট্রাকের চালক মাহবুবুর রহমান ও হেলপার আরিফ হোসেন। তারা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, রোববার দিনগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাদের মৃদদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/03/truck-2.jpg)
স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে প্রতিবন্ধক ফেলে না রাখায় দুর্ঘটনাটি ঘটে। গেটম্যান পলাতক রয়েছেন।
এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল রাতে সাময়িক বন্ধ থাকলেও ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।