বিপিএলকে দুই কারণে সফল বললেন ফাহিম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/fahim.jpg)
মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে পর্দা নেমেছে বিপিএলের একাদশ আসরের। জমজমাট ফাইনালে চিটাগং কিংসকে হতাশায় ডুবিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ফরচুন বরিশাল। বিতর্কের ছড়াছড়ির মাঝেও বিপিএলকে সফল বলছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
সদ্য সমাপ্ত বিপিএলে ফিক্সিং, পারিশ্রমিকসহ নানা ইস্যুতে সমালোচনায় পড়তে হয়েছে বিসিবিকে। এসব বিষয়ে গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএলের সাফল্যের কারিগর হিসেবে টিকিট ব্যবস্থা এবং উইকেটকে তুলে ধরেছেন ফাহিম।
বিপিএল প্রসঙ্গে ফাহিম বলেন, ‘এবারের টিকিট ব্যবস্থা ছিল সুশৃঙ্খল। অনলাইন টিকিট ব্যবস্থায় ব্যাপক সাড়া ফেলেছে। অনলাইন টিকিট ব্যবস্থা এটা নিশ্চিত করা হয়েছে। যা আগেরবারের মতো নয়। বেশিরভাগ টিকিটই পেয়েছেন দর্শকরা। আপনি যদি ফাইনাল খেলা দেখেন, টিকিটের প্রচুর চাহিদা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেভাবে দিতে পারিনি। কারণ বিক্রির জন্য দেওয়ার সাথেই সাথেই টিকিট বিক্রি হয়ে গেছে।’
স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টি প্রকাশ করে ফাহিম বলেন, ‘আমাদের স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তারা নিজেদের সেরাটা দিয়েছে। এই ফরম্যাটের জন্য অপরিহার্য স্ট্রাইক রেট ধরে খেলেছে । সত্যিই খুব ভালো ছিল। আমি এই মুহুর্তে সব খেলোয়াড়ের নাম বলতে পারছি না তবে নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহানের মতো প্রতিভাবান ক্রিকেটার পাওয়ার-হিটিং দক্ষতা প্রদর্শন করেছে। যা সত্যিই ভাল ছিল।’
এই বিপিএলে আধিপত্য বিস্তার করেছে স্থানীয় খেলোয়াড়রা। বোলিং এবং ব্যাটিং তালিকায় শীর্ষে আছে তারা। এবারের আসরে সর্বোচ্চ ৫১১ রান সংগ্রাহক নাইম শেখ। শীর্ষ দশের মধ্যে স্থানীয় ব্যাটারই ছিলেন নয়জন। যা বিপিএলের ইতিহাসে প্রথম নজির। বোলিংয়ে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকার।