চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরাহকে নিয়ে বিপাকে ভারত
ইংল্যান্ডকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির আগে দারুণভাবে প্রস্তুতি সেরেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপায় চোখ কোহলিদের। যদিও টুর্নামেন্ট শুরুর আগে বেশ বিপাকে দলটি। চোটের কারণে অনিশ্চিত তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির কাছে চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় আজ। তবে, পিঠের চোটের কারণে বুমরাহকে নিয়ে সংশয়ে টিম ম্যানেজমেন্ট। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকরা বৈঠকে বসেছেন। আছেন দলটির চিকিৎসকরাও।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে খেলার কথা ছিল বুমরাহ এর। ১৮ জানুয়ারিতে দল ঘোষণার সময় এই কথা বলেছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে আহমেদাবাদে না গিয়ে বুমরাহ গেছেন বেঙ্গালুরুতে পরীক্ষা করাতে। বুমরাহ না থাকার প্রশ্ন জোরালো হচ্ছে এই কারণে।
এর আগে, গত জানুয়ারির শুরুতে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট পাওয়া বুমরাহ এরপর বোলিং করেননি। ক্রিকইনফো জানিয়েছে, পিঠে এখনো বুমরার ব্যথা আছে। যা থেকে সেরে উঠতে বুমরাহ এর পাঁচ সপ্তাহ সময় লাগবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহ না খেললে সে ক্ষেত্রে কপাল খুলতে পারে আরেক পেসার হারশিত রানার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচে খেলেছেন তিনি। চোট কাটিয়ে উঠলে টুর্নামেন্টের শেষদিকে হলেও বুমরাহকে অন্তভুর্ক্ত করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।