সিইসির সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/12.jpg)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়।
এর আগে গতকাল ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, জামায়াতের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ছাড়াও সিইসি এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেবেন।
জামায়াতের প্রতিনিধিদলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছাড়াও অংশ নেন আরও পাঁচ সদস্য।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।