খাগড়াছড়িতে মালবাহী ট্রাক খাদে, নিহত ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/27/photo-1464364121.jpg)
খাগড়াছড়িতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে আজাদ আলী (৩৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এ সময় ট্রাকচালক হাসমত আলী (৩০) ও ইউসুফ মিয়া (৪০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে জেলা সদরের জিরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপার আজাদ আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন ভূঁইয়া জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে ডাল নিয়ে রাঙ্গামাটি জেলার লংগদু আনসার ক্যাম্পে যাচ্ছিল। খাগড়াছড়ি শহরে ঢোকার একটু আগে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এ ছাড়া আহত অপর দুজনের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।