হলিউডে আসছে বহুল প্রতীক্ষিত ১০ ছবি
হলিউড সিনেমার ভক্তদের জন্য ২০১৫ সালটি ছিল ঐতিহাসিক। অসংখ্য সিক্যুয়েল, নতুন গল্প আর বিখ্যাত হলিউড স্টুডিওগুলোর সিনেমা মুক্তি দিয়ে যাওয়া, দর্শক সমাগম আর বক্স অফিসের রেকর্ড ভাঙ্গাগড়া সব মিলিয়ে ২০১৫ সাল ছিল স্বপ্নের মতো বছর। তবে গত কয়েকদিনে যদি ইউটিউবে একটুও ঘোরাঘুরি করে থাকেন, তাহলে এবার আপনার প্রত্যাশা হতে পারে আরো বেশি। লাস ভেগাসে হয়ে যাওয়া ‘সিনেমাকন’ উৎসবও এমন ইঙ্গিত দিচ্ছে।
সফল ও তারকাবহুল এই উৎসবের ঘোষণা অনুযায়ী ২০১৭ সালে আসছে ‘স্টার ওয়ার্স’, ‘উলভারিন’, ‘টয় স্টোরি’র মতো হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমাগুলোর সিক্যুয়েল, সাথে ‘ওয়ান্ডার উইমেন’-এর মতো চমক তো থাকছেই।
২০১৭ সালে মুক্তি পেতে যাওয়া হলিউডের এ রকম বহুল প্রতীক্ষিত ১০টি সিনেমা নিয়ে আলোচনা থাকছে এই আয়োজনে।
ফিফটি শেইডস ডার্কার
মূল গল্প লেখক কেলি মার্সেলের মৃত্যুর পর সিনেমার নতুন লেখক খুঁজতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানের। অবশেষে ই এল জেমসের স্বামী নায়াল লিওনার্ড প্রতিস্থাপিত হন মার্সেলের জায়গায়। সব ঠিকঠাক থাকলে ২০১৭ সালে পর্দায় ফিরছে ‘ফিফটি শেইডস ডার্কার’। ক্রিস্টিয়ান গ্রে আর অ্যানাসটাসিয়া স্টিলের পর্দা চমকে দেওয়া উত্তাপের আঁচ পেতে একটু লম্বা সময়ই অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। ছবি মুক্তির তারিখ ১০/০২/১৭
লেগো ব্যাটমান
উইল আর্নেটের আঁকা ‘ব্যাটম্যান’ কে এবার সিনেমার রূপ দিতে যাচ্ছে ‘দ্য লেগো’ মুভি। কেমন হতে যাচ্ছে ‘লেগো ব্যাটম্যান’-এর গল্প? জানা প্রায় অসম্ভব। তবে তাতে যে প্রচলিত ‘ব্যাটম্যান’ গল্পের স্বাদ আর সাথে বুদ্ধিদীপ্ত কমেডির হালকা ছোঁয়া থাকছে, এটুকু নিশ্চিত করেছেন সিনেমা কর্তৃপক্ষ। ‘দ্য লেগো মুভি’ নির্মাতা লর্ড অ্যান্ড মিলার এবার নির্মাণের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ক্রিস ম্যাকের কাছে। সব দেখে শুনে মনে হচ্ছে গত বছর তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দ্য লেগো মুভি’ ভক্তদের এখন থেকে নিয়মিত সিনেমা উপহার দেওয়ার পরিকল্পনা আছে তাদের। ছবি মুক্তির তারিখ ১০/০২/১৭
দ্য উলভারিন ২
হিউ জ্যাকম্যান নিজেই জানিয়েছিলেন, নিজের এবং উলভারিনের সবটুকু নিয়ে আবারো দর্শকদের সামনে ফিরছেন ২০১৭ তে। সিনেমার গল্প নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি কিছুই। তবে এটুকু নিশ্চিত যে ‘দ্য উলভারিন’-এর ঈর্ষণীয় সাফল্যের পর দ্বিতীয় উলভারিনেরর নির্মাতা হিসেবেও থাকছেন জেমস ম্যানগোল্ড। আর দর্শকদের উত্তেজনা বাড়াতে জ্যাকম্যান আর ম্যানগোল্ড নাম দুটোই তো যথেষ্ট। ছবি মুক্তির তারিখ ৩/৩/১৭
কং : স্কাল আইল্যান্ড
এই ২০১৬ সালে এসে ‘কিং কং’-এর ফিরে আসার কথা শুনলে এ নিয়ে হাসিঠাট্টা করতে পারেন অনেকেই। পুরোনো এই ‘ক্ল্যাসিক মনস্টার’কে অবশ্য আধুনিক যুগের আঙ্গিকে পরিণত করে দর্শকদের সামনে নিয়ে আসা হচ্ছে ২০১৭ সালে। মাইকেল কিটন, জেকে সিমন্স আর টম হিডলস্টোন থাকছেন এর সঙ্গে। ছবি মুক্তির তারিখ ১০/০৩/১৭
বিউটি অ্যান্ড দ্য বিস্ট
গত মার্চে দুনিয়াজোড়া ‘সিন্ডারেলা’ দেখার যে হিড়িক লেগেছিল, এরই পুনরাবৃত্তি ঘটাতে ২০১৭ সালে আসছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। কেনেথ ব্যানার্গের প্রতিটি পদচিহ্ন অনুসরণ করেই এগোচ্ছেন সিনেমাটির নির্মাতা বিল কন্ডন। একটি প্রজন্মের শৈশবকে আবারো জাগিয়ে তুলতে চান তিনি। অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন এমা ওয়াটসন আর ড্যান স্টিভেনস, যেখানে তাদের সঙ্গে থাকছেন লুক ইভানস থেকে শুরু করে জশ গ্যাড আর এমা থম্পসন, কেভিন ক্লাইন, স্যার ল্যান ম্যাককেলেন। ছবি মুক্তির তারিখ ১৭/০৩/১৭
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজের ভক্তদের জন্য অবাক হওয়ার মতো খবর এটি। কে বা ভেবেছে আরেকটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখার কথা! বিগত কিস্তির গল্পের সমাপ্তি দেখে মনে হয়েছিল সেখানেই চূড়ান্ত সমাপ্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’দের অদম্য এই যাত্রার। কিন্তু সব সন্দেহের অবসান ঘটাতে ভিন ডিজেল নিজেই ঘোষণা দিয়েছেন যে আরেকবার ময়দানে ফিরছে ‘ডোম আর তার ক্রু’। তবে কারা কারা থাকছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’ কিংবা কে নির্মাণ করছেন, এর কিছুই এখনো জানা যায়নি। আশা করা যাচ্ছে অচিরেই এ নিয়ে নতুন খবর নিয়ে আসবেন ভিন ডিজেল নিজেই। ছবি মুক্তির তারিখ ১৪/০৪/১৭
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ২
‘রকেট র্যাকুন’ কে কে না মিস করে! ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এই সিনেমার সিক্যুয়েলের প্রতীক্ষা ভক্তদের অনেকদিনের। এর বাস্তবায়ন ঘটতে যাচ্ছে এবং ইতিমধ্যেই নতুন এই সিনেমাকে ‘যাবতীয় সংঘর্ষের পিতা’ বলে আখ্যায়িত করেছেন জেমস গান। যাবতীয় পিতাদের নিয়ে গল্প ফাঁদা হয়েছে এই সিনেমায়। পুরোনে সব তারকাই থাকছেন নতুন সিক্যুয়েলে জানিয়েছেন নির্মাতা। ছবি মুক্তির তারিখ ৫/৫/১৭
স্টার ওয়ার্স-এপিসোড ৮
আবারো আসছে ‘স্টার ওয়ার্স’। হলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই সিনেমার অষ্টম এপিসোড আসছে আগামী মে মাসে। ভক্তদের জন্য আরো বড় খবর হচ্ছে, চলতি ‘ট্রিলোজি’র মাঝখানের এই পর্বের পরিচালনা করবেন রিয়ান জনসন। ‘ব্রিক অ্যান্ড লুপার’ এর মতো মাস্টার পিসের নির্মাতা জনসনের ফেরা মানে বড় কিছু ঘটতে যাচ্ছে আবারো। মূলত ‘দ্য ফোর্স অ্যাওয়েকেনস’-এর ফলোআপ হিসেবেই আসছে ‘স্টার ওয়ার্সঃএপিসোড ৮’, যেখানে মিলবে রহস্যজনক ‘ডার্থ ভেডার হেলমেট’-এর ব্যাখ্যাও। ছবি মুক্তির তারিখ ২৬/০৫/১৭।
টয় স্টোরি ৪
‘টয় স্টোরি ৩’-এর পর ‘টয় স্টোরি ৪’-এর আগমনটা অযৌক্তিক কিন্তু অসাধারণ। অ্যান্ডির আবেগী সমাপ্তির সাথে সাথে তৃতীয় কিস্তিতে ভক্তদের সাথে পরিচয় হয় বনির এবং তার সাথে সম্পৃক্ত উডি, বাজ এবং বাকি ‘টয় বক্স গ্যাং’-এর। আগের সিনেমাগুলোতে এই চরিত্রগুলোর নতুন নতুন গল্প ‘টয় স্টোরি’ এই পর্যন্ত নিয়ে আসলেও চতুর্থ আসরের চরিত্রগুলো হবে সম্পূর্ণই নতুন। তবে নতুন গল্পের খাতিরে যে পুরোনোরাও আবার ফিরে আসবে না তার কি নিশ্চয়তা রয়েছে কোনো? দর্শকদের এমন সব অম্ল-মধুর দোটানার মধ্যে রেখেই আগামী জুনে মুক্তি পেতে যাচ্ছে ‘টয় স্টোরি ৪’। ছবি মুক্তির তারিখ ১৬/৬/১৭
ওয়ান্ডার উইমেন
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ‘ওয়ার্নার ব্রোস’, আর সেই সাফল্যের সূত্র হিসেবেই ২০১৭ সালের জুনে তারা নিয়ে আসছে ‘ওয়ান্ডার উইমেন’। টাইটুলার অ্যামাজোনিয়ান’-এর চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে বেশ কড়াভাবেই প্রস্তুত করছেন গ্যাল গ্যাডোট। এদিকে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ইতিমধ্যে পরিচয়ও করিয়ে দিয়েছে তাঁকে। যার খাতিরে পরবর্তী সময়ে মুক্তিতে তাঁকে কেন্দ্রীয় চরিত্রে দেখতে গিয়ে বেখাপ্পাও লাগবে না কারো। কমিক ভক্তদের জন্য ‘ওয়ান্ডার উইম্যান’ সূত্রপাত করতে যাচ্ছে নতুন আরেকটি ইতিহাসের। ছবি মুক্তির তারিখ ২৩/০৬/১৭