ছোট পর্দায় ফিরছেন যে হলিউড তারকারা
বড় পর্দা থেকে গিয়ে টেলিভিশনে অভিনয় করাটা হলিউডে নতুন কিছু নয়। কিন্তু এ বছর হঠাৎ করেই যেন এই ছোট পর্দার দিকে ঝুঁকে পড়াটা চোখে পড়ছে আলাদা করে। ছোট পর্দায় অভিনয়ের জন্য রবার্ট ডি নিরো, জুলিয়ান মুর, রবার্ট ডাউনি জুনিয়রের মতো তারকারা নাম লেখালে একটু তো শোরগোল হবেই! সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় ফেরা এই হলিউড তারকাদের নিয়ে থাকছে এই আয়োজন।
রবার্ট ডি নিরো, জুলিয়ান মুর : রবার্ট ডি নিরো, জুলিয়ান মুর—হলিউডের এই ‘হাই প্রোফাইল’ ব্যক্তিত্ব একসঙ্গে আসছেন টিভিতে। এখন পর্যন্ত নাম প্রকাশ না হওয়া একটি টিভি সিরিজে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তির কাজও সেরে ফেলেছেন তাঁরা। স্বল্প পরিসরেই নির্মাণ হতে যাচ্ছে তারকাময় এই টিভি সিরিজ, এটুকু ধারণা করছেন অনেকে। প্রযোজক হিসেবে থাকছেন স্কট ল্যামবার্ট, আলেক্সান্ড্রা মিলশান ও মেগান এলিসন। সিরিজটি পরিচালনা করবেন ডেভিড রাসেল।
রবার্ট ডাউনি জুনিয়র : হলিউড তারকা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব রবার্ট ডাউনি জুনিয়র দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন ছোট পর্দায়। এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর স্রষ্টা ও অন্যতম সফল পরিচালক নিক পিজ্জোলাট্টোর গল্প এবং পরিচালনায় ‘পেরি মেসন’-এ অভিনয় করতে যাচ্ছেন এই সুপারস্টার। মে থেকেই প্রজেক্টটি নিয়ে চিন্তাভাবনা শুরু করলেও ‘পেরি ম্যাসন’কে নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি এইচবিও কর্তৃপক্ষ। গোপন রাখা হয়েছে প্রজেক্ট-সংক্রান্ত যাবতীয় তথ্যও। এমনকি এ ব্যাপারে ডাউনির সঙ্গে এইচবিওর আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়েছে কি না, তা-ও প্রকাশ করা হয়নি এ পর্যন্ত।
তবে ধারণা করা হচ্ছে, ডাউনির দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ‘পেরি ম্যাসন’-এর পুনর্জন্ম দিতে যাচ্ছে এই প্রজেক্ট। যদিও ‘পেরি ম্যাসন’কে নিয়ে ডাউনির যাবতীয় পরিকল্পনা ছিল বড় পর্দাকেন্দ্রিক। ‘ওয়ার্নার ব্রোস’-এর সঙ্গে একটি সম্পূর্ণ ফিচার করার পরিকল্পনা থাকলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শেষ পর্যন্ত এইচবিওর সঙ্গেই লম্বা সময়ের জন্য ব্যস্ত থাকতে চলেছেন ৫১ বছর বয়সী এই ‘আয়রনম্যান’ তারকা। টিম ডাউনির পক্ষ থেকে জো হোরাস্যেক, ডাউনি নিজে এবং তাঁর স্ত্রী ও প্রযোজনা পার্টনার সুসান ডাউনি প্রযোজনা করবেন ড্রামাটি।
হেলেন মিরেন : অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারও ফিরছেন ছোট পর্দায়। এমআই সিক্স (মিলিটারি ইন্টেলিজেন্স, সেকশন-৬) অফিসার থমাস কেলকে নিয়ে চার্লস কামিংয়ের ত্রয়ী উপন্যাসের পর্দার রূপান্তরে দেখা মিলবে এ অভিনেত্রীর, যেখানে তাঁর সঙ্গে আরো অভিনয় করবেন কলিন ফার্থ।
৭১ বছর বয়সী এই অভিনেত্রীকে সর্বশেষ টেলিভিশনে দেখা যায় ‘প্রাইম সাসপেক্ট’ নামে একটি টিভি শোতে। এই সিরিজে মিরেনকে দেখা যাবে এমআই সিক্স প্রধানের চরিত্রে। ‘চরিত্রটিতে অভিনয়ের জন্য আগ্রহী হেলেন। এটি এমন কোনো গড়পড়তা চরিত্র নয় যে কি না পুরো সিরিজ একটি অফিসে বসেই কাটিয়ে দেবে। আর চার্লসের গল্পটা তো দুর্দান্ত। প্রথমবার পড়েই এই গল্পে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন হেলেন’, ডেইলি মিররকে এমনটিই বলেন সিরিজ-সংশ্লিষ্টদের একজন। তিনি যোগ করেন, ‘এ রকম একজন বড় মাপের অভিনেত্রীর উপস্থিতি সিরিজেও যোগ করবে নতুন মাত্রা।’
অভিনয়ের পাশাপাশি সিরিজটির প্রযোজনাও করবেন ৫৫ বছর বয়সী কলিন ফার্থ। ঔপন্যাসিক কামিংয়ের ইচ্ছা, সম্পূর্ণ গল্পকে মোট ছয় পর্বে ভাগ করার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই টেলিভিশনের পর্দায় দেখা যাবে সিরিজটির প্রথম কিস্তি। সিরিজটির প্রদর্শনস্বত্ব কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে আইটিভি।
হলিউড তারকা কিংবা অস্কারজয়ী অভিনেতাদের টিভিতে ফেরার ঘটনা দিন দিন বেড়েই চলছে। এর আগেও বিভিন্ন সময়ে ছোট পর্দায় দেখা গেছে অস্কারজইয়ী বড় পর্দার অনেক তারকাকেই। সাড়াজাগানো পলিটিক্যাল থ্রিলার ‘হাউস অব কার্ডস’-এ অভিনয় করে এখনো পর্দা মাতাচ্ছেন কেভিন স্পেসি। ম্যাথিউ ম্যাককনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন ‘ট্রু ডিটেকটিভ’-এ। ডাস্টিন হফম্যানকে দেখা গেছে এইচবিওর ড্রামা সিরিজ ‘লাক’-এ।