রাঙামাটিতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, আটক ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/09/photo-1475953919.jpg)
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সন্ত্রাসীদের ছুরির আঘাতে ফজল হক (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলন কান্তি পালিত জানান, স্থানীয় বাসিন্দা ফজল হক (৬০) গৃহপালিত মুরগি বাজারে বিক্রি করে আনুমানিক এক হাজার ২০০ টাকা নিয়ে দুপুরের দিকে গোদারপাড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে হলুদিয়া পাড়া নামক স্থানে অজ্ঞাতপরিচয় দুই পাহাড়ি ছিনতাইকারী যুবক তাঁর গতিরোধ করে টাকাগুলো ছিনতাইয়ের চেষ্টা করে। দুই পক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে পাহাড়ি দুই যুবক ফজল হকের গলায় ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দীর্ঘ সময় পাহাড়ের পাদদেশে পড়ে থাকেন তিনি। বেলা ৩টায় স্থানীয় এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। রাস্তার পাশে ফজল হককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পাশের কয়েকজনকে খবর দেন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা দুই পাহাড়ি যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন থুইসি মারমা (২৫) ও সাইন মারমা (২৬)। তারা ডায়লংপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত চলছে। ইউপি চেয়ারম্যানের সহায়তায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।