অবসরে যেতে চাইছেন তারান্তিনো
শিগগিরই সিনেমাজগৎকে বিদায় জানাবেন কিংবদন্তি পরিচালক কুয়েন্তিন তারান্তিনো। সম্প্রতি আমেরিকার স্যান ডিয়াগো, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘অ্যাডোবে ম্যাক্স কনফারেন্স’-এ নিজ মুখেই আবারও এমনটা জানালেন ‘কিল বিল’ নির্মাতা।
নিজের দশম সিনেমা নির্মাণ হয়ে গেলেই সিলভার স্ক্রিনকে বিদায় জানাতে চান তিনি। আপাতত কাজ করছেন নিজের ৮ নম্বর ছবি নিয়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অনুকরণে মজা করেই তারান্তিনো বলেন, ‘মাইক ফেলেই বুম! মিলিয়ে নিন এবার।’ এমনটাই এসেছে দ্য হলিউড রিপোর্টারের খবরে।
বিখ্যাত এই নির্মাতার পরবর্তী সিনেমার কথা জানা যায় চলতি বছরের শুরুর দিকে। বিখ্যাত গ্যাংস্টার সিনেমা ‘বনি অ্যান্ড ক্লাইড’-এর মতোই আরেকটি সিনেমা হতে যাচ্ছে তাঁর অষ্টম প্রজেক্ট। এ ছাড়া ১৯৭০ সালে দুনিয়াজোড়া অনুষ্ঠিত হওয়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দ্রিক একটি প্রজেক্টের সঙ্গেও কাজ করছেন তারান্তিনো।
এ বছরের সুপারহিট অ্যাকশন কমেডি সিনেমা ‘ডেডপুল’-এর নির্মাতা টিম মিলারের বিদায়ের পরই সিনেমাটির পরবর্তী কিস্তি নির্মাণের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারান্তিনোকে অনুরোধ করেন ভক্তরা।
গুজব শোনা যাচ্ছিল ‘কিল বিল ভলিউম থ্রি’ নির্মাণেরও। শেষমেশ সেই চিন্তার কিছুটা ছড়িয়ে গিয়েছিল খোদ তারান্তিনোর মনেও। এই বছরের শুরুর দিকে তিনি এ প্রসঙ্গে বলেন, “আমি কোনো কথা দিচ্ছি না। কিন্তু সবকিছু শেষ হওয়ার আগে যদি আরেকবার পর্দায় এই ‘ব্রাইড’কে দেখা যায়, আমি মোটেও অবাক হব না।”
তিনি যোগ করেছিলেন, ‘উমার (উমা থরম্যান) সঙ্গে এ বিষয়ে আমার অল্পবিস্তর কথাও হচ্ছে। আমার লেখা বেশ কিছু কাহিনী আছে, যা আমি কখনো ব্যবহার করিনি, সেগুলোর কোনো একটা ব্যবহার করেও ফেলতে পারি!”
বিশ্রামে যাওয়ার চিন্তা করলেও নিজের কিংবদন্তি পরিচয় ধরে রাখা নিয়ে উচ্চাশা আর পরিকল্পনার কথা বলেছেন তিনি অকপটে। ‘ক্যারিয়ার শেষে যদি আজীবনকালের বিশ্বসেরা সিনেমা নির্মাতাদের একজন হিসেবে মানুষ আমাকে বিবেচনা করে, সেটাই আমার কাছে সফলতা’, বলেন তারান্তিনো।