যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সোনম কাপুর!
‘ছোটবেলায় আমি যৌন হেনস্থার শিকার হয়েছিলাম।’ সম্প্রতি একটি শো’তে এসে প্রকাশ্যে এমন মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
অনিল কন্যা সোনম কাপুর জীবনের ছোটবেলার স্মৃতির কথা জানাতে গিয়ে বলেন, ‘শৈশবে আমার সঙ্গেও যৌন হেনস্থা করা হয়েছিল।’ অন্য আর পাঁচটা মেয়ের মতো ছোটবেলায় এমন ঘৃণ্য কাজের শিকার যে তিনিও হয়েছিলেন তা রাখঢাক না করেই অকপট জানিয়ে দিলেন সোনম। বললেন, ‘আমি জানি ছোটবেলায় কোনো মেয়ের জীবনে যৌন হেনস্থা হলে কীরকম অনুভূতি হয়। কী রকম মানসিক দুর্ভাবনা ঘিরে ধরে, সেটা আমি বুঝি। কারণ, আমি ভুক্তভোগী। আমি ছোটবেলায় এমন এক অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি। যা সেই সময় কাউকে জানাতে পারিনি। মুখ বুঝে সহ্য করতে হয়েছিল।’ তবে কোথায়, কীভাবে ওই ঘটনা ঘটেছিল তা জানাতে চাননি সোনম কাপুর। শুধু বলেন, ‘শৈশবের সেই সময়টা খুবই খারাপ অবস্থার মধ্যে কাটিয়েছিলাম আমি।’
সোনমের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীরজা’র পর থেকে তাঁর হাতে আর কোনো বিগ বাজেটের ছবি সেই অর্থে নেই। এই অবস্থার মধ্যে সম্প্রতি সোনমের এই আলটপকা মন্তব্য ফের সোনমকে খবরের শিরোনামে এনে দাঁড় করিয়ে দিয়েছে।