নাসিরনগরের ঘটনা যেন আর না ঘটে : সুইডেনের রাষ্ট্রদূত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্ত হিন্দু এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই জন ফ্রিজেল। পরে তিনি স্থানীয় প্রেসক্লাবে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় নাসিরনগরে হামলা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, এই সমস্যা মোকাবিলা করা সহজ নয়। বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশকেই এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই কারো একার পক্ষে এটা সমাধান করা সম্ভব নয়। পুরো সমাজকেই এ কাজে এগিয়ে আসতে হবে।
নাসিরনগরের হামলার পর সরকারের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত আরো বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রাদিকতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাই নাসিরনগর হামলাকে কোনো পরীক্ষামূলক ঘটনা হিসেবে ধরলে চলবে না। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে।’
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আদেশ কুমার দেব, সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তীসহ অনেকেই।