সাইবার দলের নেতাকে সৌদি আরবে সংবর্ধনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/05/photo-1488723164.jpg)
কেন্দ্রীয় সাইবার দলের জ্যেষ্ঠ সহসভাপতি শোয়াইব বিন আহমেদ সোহেল বাংলাদেশে সংক্ষিপ্ত রাজনৈতিক সফর শেষে সৌদি আরবে ফিরে এসেছেন। কিং ফাহাদ বিমান বন্দরে অবতরণ করলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের আল জুবাইল বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুবদলের সাধারণ সম্পাদক আজম চৌধুরী, ফারুক নাহারসহ অন্যরা।
বিমানবন্দরে উপস্থিত প্রবাসী নেতাকর্মী ও সহকর্মীদের উদ্দেশে শোয়াইব বিন আহমেদ সোহেল বলেন, দেশ ও জাতি আজ গভীর সংকটে। হায়েনা ও দেশবিরোধী অপশক্তির হাতে দেশ। অবৈধভাবে ক্ষমতা দখলদার সরকার অন্যায়ভাবে বিএনপিসহ বিরোধী মতো ও পথের নেতাকর্মীদের খুন, গুম করে বিরোধী কণ্ঠকে দমন করতে চায়। সত্যিকারের নেতাকর্মীদের ঐক্য দৃঢ় করে জাতিকে শান্তি ও সুখের পথ দেখাতে জিয়ার সব সৈনিককে কাজ করার আহ্বান জানান তিনি। শত ব্যস্ততার পরও প্রবাসী নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা দেওয়ায় সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।