নৌকার প্রচারে নাফিসা কামাল, ‘আস্থা’ পাচ্ছেন সীমা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, ‘নৌকার প্রতি সবার আস্থা দেখতে পাচ্ছি। প্রচুর সাড়া পাচ্ছি।’
এদিকে আজ সোমবার সীমার পক্ষে প্রচারে নেমেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের কর্ণধার নাফিসা কামাল। দলটি বিপিএলের তৃতীয় আয়োজনে অংশ নেয়। আর ওই আয়োজনেই শিরোপা জয় করে। এরপর থেকেই নাফিসা কামালের জনপ্রিয়তাও কুমিল্লায় অনেক।
নাফিসা কামাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থী সীমার সঙ্গে প্রচারে অংশ নেন। ঢুলিপাড়া এলাকায় তিনি নৌকার পক্ষে ভোট চান। এরপর একে একে রাজাপাড়া, কাজীপাড়া, জাঙ্গালিয়ায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দেয়।
এদিকে গণসংযোগের একপর্যায়ে আওয়ামী লীগের প্রার্থী সীমা বলেন, ‘নৌকার জোয়ার চলে আসছে। নির্বাচন কমিশনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই। এখন যে পরিবেশ বিরাজ করছে তা ৩০ মার্চ পর্যন্ত থাকলে ভালো।’
আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্বুর অভিযোগের ব্যাপারে আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘এখন পর্যন্ত সে রকম কোনো অভিযোগ শুনিনি। যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকি তবে নির্বাচন কমিশন সেটার ব্যবস্থা নেবেন। এটা বলার জন্য। যেহেতু নির্বাচন, ওনাদের একটা কথা বলতে হবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী সীমার পক্ষে গণসংযোগে অংশ নেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে গণজাগরণ উঠেছে। নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে। আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতা আমরা দেখছি না। এখানে উৎসাহ-উদ্দীপনা অনেক। মানুষ সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেবে। এটা জনগণের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি।’