পুলিশের কারণে সড়কে যানজট নেই : আইজিপি
ঈদকে সামনে রেখে পুলিশের বিভিন্ন উদ্যোগের কারণে সড়ক-মহাসড়কে তেমন যানজট নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। দেশব্যাপী ঈদের জামাতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে এসব কথা বলেন আইজিপি।
শহীদুল হক বলেন, ‘সার্বিক নিরাপত্তাব্যবস্থা আমরা গ্রহণ করেছি দেশব্যাপী। আর নিরাপত্তার ব্যবস্থার বাইরেও সড়ক-মহাসড়কে যানজটের কবলে পড়ে যারা নিজেদের বাড়িতে যাবে ঈদ উদযাপন করতে, তারা যাতে কষ্টবোধ না করে তার জন্য আমাদের ব্যবস্থা আছে।’
পুলিশপ্রধান বলেন, ‘রাস্তার অবকাঠামো ত্রুটির কারণে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা বেশি থাকত সেখানেও কিন্তু আমাদের হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন আপনার এখানে আমরা যে বাইপাস করে দিয়েছি, যদি বাইপাসটা না করতাম তাহলে কিন্তু ট্রাফিক যানজটটা হতো। এ রকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পুলিশের সাজেশনে আমরা অনেক বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। এই সমস্ত পদক্ষেপ নেওয়ার কারণে এখন যানজট তেমন একটা নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলিশের মহাপরিদর্শক বলেন, ‘এই প্রসঙ্গে কোনো আশঙ্কা আমাদের কাছে নেই। আমরা দেশব্যাপী ঈদের জামাতের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের যারা আছেন, সংস্থা, জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি, পুলিশ, আমাদের বিভিন্ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আছে, র্যাব আছে। যেখানে যা দরকার আমরা নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আশা করি কোথাও কোনো সমস্যা হবে না, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।’
এ সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আলী মিয়া ও গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ।