লক্ষ্মীপুরে জামায়াতের আমির গ্রেপ্তার
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামচী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চররুহিতা গ্রামের বাসিন্দা ও রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, জামায়াতের আমির রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা, গাছকাটা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরসহ থানায় সাত-আটটি মামলা রয়েছে।
ওসি লোকমান আরো জানান, তিনি এক মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।