সাব্বিরের সন্ধান পেলে জানান পরিবারকে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/30/photo-1501435452.jpg)
নিখোঁজ কিশোর সাব্বির রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর কুড়িল ঘাটপার রোডের ভাটারায় নাস্তা আনতে গিয়ে নিখোঁজ কিশোর ১৯ দিনেও ফেরেনি। এ ঘটনায় গত ১৭ জুলাই ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কিশোরের মামা বরিউল ইসলাম।
নিখোঁজ ওই কিশোরের নাম মো. সাব্বির রহমান (১২)। তার বাবা আবদুশ শহীদ ভাটারা এলাকার বাসিন্দা।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১২ জুলাই সকালে কুড়িল ঘাটপার রোডের ভাটারায় নাস্তা আনতে গিয়ে সাব্বির রহমান আর ফেরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। কেউ তার খোঁজ পেলে ০১৭১১০২৮৯৮৩, ০১৬৭৬২০০৭২৫ ও ০১৭৭০১৬৬৫৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বাবা-মা।
জিডিতে আরো উল্লেখ করা হয়, সাব্বিরের শরীরের রং শ্যামলা, তার উচ্চতা চার ফুট। বাড়ি থেকে যাওয়ার সময় তার গায়ে ছিল ফুল প্যান্ট ও গেঞ্জি।