বান্দরবানের ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ কক্সবাজারে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/20/photo-1503242809.jpg)
বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ রাবার ব্যবসায়ী মোজাহার মিয়ার (৩৬) মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার বাসিন্দা মোজাহের মিয়া গত বৃহস্পতিবার রাবার বিক্রির টাকা আদায় করতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন। তারপর থেকে ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত শনিবার রাতে ফাসিয়াখালী ইউনিয়নের পাশে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় ধানক্ষেত থেকে একটি মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরের জামা-কাপড় ও পায়ের জুতা দেখে লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন ব্যবসায়ীর স্ত্রী সাবেকুন নাহার।
সাবেকুন নাহার বলেন, কারো সঙ্গে তাঁর স্বামীর কোনো ধরনের শত্রুতা ছিল না। রাবার বিক্রির টাকা আদায় করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন গত বৃহস্পতিবার। কিন্তু কারা তাঁর স্বামীকে হত্যা করেছে এ ব্যাপারে তিনিই কিছু বলতে পারছেন না।
ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার বলেন, রাঙাঝিরি এলাকার বাসিন্দা রাবার ব্যবসায়ী মোজাহের মিয়া নিখোঁজ হয়েছিলেন গত বৃহস্পতিবার। দুদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি ওই ব্যবসায়ীর। শনিবার রাতে খুটাখালীর একটি ধানক্ষেত থেকে তাঁর মস্তকবিহীন লাশ পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খুটাখালীর ধানক্ষেত থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নিখোঁজ রাবার ব্যবসায়ী মোজাহের মিয়ার বলে শনাক্ত করেছেন তাঁর স্ত্রী। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।