দেড় হাজার বাংলাদেশিকে চিকিৎসা দিল বিজিবি-বিএসএফ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ মেডিকেল ক্যাম্পে দেড় হাজার সুবিধাবঞ্চিত বাংলাদেশিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দরে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে ওই চিকিৎসাসেবা।
দিনব্যাপী ওই চিকিৎসাক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার কর্নেল আতিকুর রহমান ও বিএসএফের তুরা সেক্টর কমান্ডার উদয় প্রতাপ সিং পাঠানিয়া।
উদ্বোধনের সময় কর্নেল আতিকুর রহমান বলেন, ‘প্রথমবারের মতো উভয় দেশ যৌথভাবে মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুই দিনে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। এর ফলে বিজিবি-বিএসএফের মধ্যে আত্মবিশ্বাস আরো বাড়বে।’
আতিকুর রহমান আরো বলেন, ‘গতকাল ভারতে গিয়ে আমাদের চিকিৎসকরা সেবা দিয়েছেন। আজ ভারতের চিকিৎসকরা আমাদের লোকদের সেবা দিয়েছেন। এসব কর্মকাণ্ডে দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত মজবুত হবে।’
এ সময় উদয় প্রতাপ সিং পাঠানিয়া বলেন, ‘এর আগে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করতে, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সীমান্ত হাটসহ নানাবিধ কাজ করেছে বিএসএফ-বিজিবি। এবার প্রথমবারের মতো যৌথ মেডিকেল ক্যাম্প করে আমরা দুই দেশের সীমান্তের মানুষদের চিকিৎসাসেবা দিচ্ছি। এর ফলে বিজিবি-বিএসএফের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।’
শুক্রবার নাকুগাঁও স্থলবন্দরে বাংলাদেশে দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ভারতের ছয়জন ও বাংলাদেশের চারজন চিকিৎসক চিকিৎসা দেন। এ ছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, এইচভি (হিমোগ্লোবিন), ব্ল্যাড সুগার, ম্যালেরিয়া ও হেপাটাইটিস বি পরীক্ষার পাশাপাশি ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে ২৭ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান, কর্নেল আবদুর রহমান, সেক্টর মেডিকেল অফিসার আবদুর রহিম, বিএসএফের কমান্ডিং অফিসার পংকজ কুমার মিশ্র, বিএসএফের ৭৫ ব্যাটালিয়ান কমান্ডার সুকুমার পাটনায়েকসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেবাদান শেষে সমাপনী অনুষ্ঠানে বিএসএফের কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন বিজিবি কর্মকর্তারা।