মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ ফাউন্ডেশন। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সাগর, সাংগঠনিক সম্পাদক ফাহাদ মাহমুদ, সংগঠনের সদস্য ইয়াছিন আরাফাত পাবেল, খালেদ মাহমুদ অন্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ এইডের সদস্য নেছার উদ্দিন প্রমুখ।
এতে বক্তারা, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ও শিশুদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তা বন্ধ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি জানান।
মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত পুলিশ গত কয়েকদিন ধরে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণ চালাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি।