নাচের জন্য ডেকে তরুণীকে গণধর্ষণ, ৪ আসামি রিমান্ডে
রাজধানীতে নাচের করার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, আসামিরা হলেন নাজমুল হাসান ইমন, শরীফুল ইসলাম, একরামুল হাসান ও আশিকুর রহমান জীবন।
এর মধ্যে নাজমুল হাসান ইমন ও আশিকুর রহমান জীবনের দুইদিন এবং শরীফুল ইসলাম ও একরামুল হাসানের একদিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রমনা থানা পুলিশ চার আসামিকে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করে।
মামলার নথি থেকে জানা যায়, ওই তরুণীর বাসা রাজধানীর মুগদা এলাকায়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তিনি। গত মঙ্গলবার দিবাগত রাতে নাচ করার কথা বলে মগবাজার ওয়্যারলেস গেটের একটি বাসায় নেওয়া হয় তাঁকে। সেখানে একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তাঁকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে ওই তরুণীর মামলার ভিত্তিতে পুলিশ মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।