লক্ষ্মীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৭ পালিত হয়েছে।
আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মীর শওকত হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।