লক্ষ্মীপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তুহিন, আরিফ হোসেন, ছাইয়ান, সুমন, সাইফুল ইসলাম ও পলাশ। তাঁরা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে সংঘর্ষ ও গোলাগুলি হয়। উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশির আহম্মেদ মানিকের সমর্থক এবং ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে এমরান ও কবির নামের দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন।
ওই আরো জানান, সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি এলজি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।