মায়ের সঙ্গে সখ্য গড়ে শিশু চুরির চেষ্টা
লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে একটি শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাতে ছালেহা নামে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ছালেহা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বাসিন্দা।
ছালেহার কাছ থেকে উদ্ধার হওয়া শিশুটির নাম ইব্রাহিম। তার বয়স চার মাস।
ইব্রাহিমের মা জান্নাতুল ফেরদৌস জানান, তাঁর মা সাফিয়া বেগম হাসপাতালে চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ইব্রাহিমকে সঙ্গে নিয়েই মায়ের সেবা করছিলেন তিনি। গত রাতে সুফিয়া নামের এক নারী আরেক রোগীর আত্মীয়র পরিচয় দিয়ে জান্নাতের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে তাঁর চার মাসের শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই নারী। এ সময় জান্নাতের চিৎকার শুনে আশপাশের রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের কাছে আটক নারী স্বীকার করে তার নাম সুফিয়া নয় ছালেহা।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শিশু চুরির অভিযোগে আটক নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান হাসপাতালের এ কর্মকর্তা।