পুলিশে চাকরি নিতে ৫ লাখ টাকা ঘুষ লাগে : দিলীপ বড়ুয়া
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘শিক্ষা আজ পণ্যে রূপান্তরিত হয়েছে। সার্টিফিকেট বেচাকেনা হচ্ছে। আর চাকরিও পণ্যে পরিণত। পুলিশে চাকরি নিতে হলে পাঁচ লাখ টাকা ঘুষ লাগে। আমরা এমন বাংলাদেশ চাইনি।’
আজ সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরে দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষাসৈনিক প্রয়াত কমরেড মো. তোয়াহার ৩০তম স্মরণসভায় দিলীপ বড়ুয়া কথা বলেন।
দিলীপ আরো বলেন, ‘শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়া নয়। খালেদা জিয়া এখন জামায়াতের হাতে বন্দি; জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের কল্যাণে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
সাবেক শিল্পমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আবার ক্ষমতায় আসলে জামায়াতের অস্ত্রধারী সন্ত্রাসীরা- যারা মুক্ত চিন্তার অধিকারী কমিউনিস্ট ও তোয়াহার অনুসারীদের খুঁজে বের করে হত্যা করবে। তোয়াহা রাজনীতিতে ভুল করেননি। তাঁর অনুসারী হয়ে আমরাও ভুল করিনি। আমরা শেখ হাসিনার পাশে থেকে কাজ করতে চাই। আমাদের দল ছোট হতে পারে কিন্তু আমাদের চিন্তা ছোট নয়, আদর্শও নয়।’
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় লক্ষ্মীপুর জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডাভোকেট আনোয়ারুল হক, পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, ধীরেন সিংহ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিম উদ্দিন মহিম, অ্যাডভোকেট আনেয়ারউল হক, দিদারুল আলম, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের।
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাহিদ বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুল হকসহ স্থানীয় নেতারা।
এর আগে দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ভাষাসৈনিক কমরেড তোয়াহার স্মরণে শোক র্যালি ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিলীপ বড়ুয়া। এ ছাড়া সকালে তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।