ডিসমিসালের রেকর্ডে গিলক্রিস্টের পাশে সাঙ্গাকারা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/28/photo-1422424724.jpg)
নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ ওয়ানডেতে ব্যাট হাতে একা লড়াই করলেও শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে একটা কীর্তি গড়েছেন কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে অ্যাডাম গিলক্রিস্টের ৪৭২টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেছেন শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২০০৮ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো গিলক্রিস্ট অবশ্য অনেক কম ম্যাচ খেলে রেকর্ডটা গড়েছিলেন। ২৮৭টি ওয়ানডে খেলা ‘গিলি’র ৪৭২টি ডিসমিসালের মধ্যে ক্যাচ ৪১৭ আর স্টাম্পিং ৫৫টি। গিলক্রিস্টকে ধরার জন্য সাঙ্গাকারাকে খেলতে হয়েছে ৩৯৬টি ম্যাচ। তাঁর ৩৭৬টি ক্যাচের বিপরীতে স্ট্যাম্পিং ৯৬টি।
স্ট্যাম্পিংয়ের সংখ্যায় অবশ্য সবার চেয়ে এগিয়ে সাঙ্গাকারা। ওয়ানডেতে ৯৬টি স্ট্যাম্পিং করেছেন তিনি। ৮৫টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ব্যাটসম্যান সাঙ্গাকারার সামনেও আরেকটি অর্জনের হাতছানি। এ মুহূর্তে ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩ হাজার৭০৪ রান)। তৃতীয় স্থানে থাকা সাঙ্গাকারার রান ১৩ হাজার ৫৮০। আর ১২৫ রান করলেই পন্টিংকে টপকে যাবেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
১৮ হাজার ৪২৬ রান নিয়ে সবার ধরা-ছোঁয়ার বাইরে আছেন ভারতের ব্যাটিং-কিংবদন্তি শচিন টেন্ডুলকার।