১০০ বলের ক্রিকেট দিয়ে শুরু উল্লাসের ক্রীড়া উৎসব
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/ullash_sportsfest.jpg)
বিশ্বব্যাপী ১০০ বলের ক্রিকেট বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এর চর্চা শুরু হয়নি এখনও। গুলশান ইয়ুথ ক্লাবের হাত ধরে বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট ম্যাচের যাত্রা শুরু হচ্ছে। শুধু ক্রিকেট নয়, রীতিমতো ক্রীড়া উৎসব নিয়ে হাজির হচ্ছে তারা। গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত বৃহৎ ক্রীড়া উৎসব ‘স্পোর্টসফেস্ট ২০২৫—উল্লাস’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আয়োজকরা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব স্পোর্টসফেস্ট ২০২৫—উল্লাস চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্রিকেটসহ মোট ১১টি ইভেন্টে ২১টি ক্লাবের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নেবেন উৎসবে। ইভেন্টগুলো হলো—১০০ বলের ক্রিকেট, কুস্তি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, এইট বল পুল, স্নুকার, টেনিস ও টেবিল টেনিস।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক ও উল্লাস অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও হেড অব কোঅর্ডিনেশন মেহেদী হাসান, ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ক্লাবের কার্যনির্বাহী কামিটির ও উল্লাস অর্গানাইজিং কমিটির সদস্যরা। পাশাপাশি গুলশান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের অনু, বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম উপস্থিত ছিলেন।