বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট, পেছনে ফেলেছে লর্ডসকেও
সিলেটের বুকে অপরূপ নয়নাভিরাম ক্রিকেট মাঠ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বরাবরই মুগ্ধতা ছড়ায় চা বাগানের মাঝে দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামটি। যেখানে সবুজের মাঝে ব্যাট-বলের লড়াই করেন ক্রিকেটাররা। নিজের অপরূপ সৌন্দর্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবার জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয় সুন্দর স্টেডিয়ামের তালিকায়।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) ইংল্যান্ডের ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা করে নিয়েছে সিলেট। তালিকার পাঁচ নম্বরে সিলেটের স্টেডিয়ামটি।
ক্রিকেট ৩৬৫ এর প্রতিবেদনে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ঢেউ খেলানো পাহাড় আর সবুজ চা-বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যার সৌন্দর্য অপরূপ দৃষ্টিনন্দন। স্টেডিয়ামের চারপাশের শান্ত, সবুজ পরিবেশ এমন অনুভূতি দেয়, যেন এক সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে।’
সন্ধ্যায় সিলেট স্টেডিয়ামের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বিশেষ করে সকাল ও সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত ম্যাচে সিলেটের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। পাহাড়ে ভেসে থাকা কুয়াশা আর গোধূলির আকাশে আলোকিত ফ্লাডলাইটের আলো যেন মায়ার আবেশ তৈরি করে।’
ক্রিকেট ৩৬৫ এর প্রতিবেদনে এক নম্বরে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত নিউল্যান্ডস স্টেডিয়াম। দ্বিতীয় নামটি অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেইড ওভাল স্টেডিয়াম। ৩ ও ৪ নম্বরে আছে যথাক্রমে ভারতের ধর্মশালায় অবস্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) ও পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম।
এরপরই ৫ নম্বরে আছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের নাম। প্রতিবেদনের বাকি দুটি স্টেডিয়াম হলো- ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত সবচেয়ে মর্যাদাপূর্ণ স্টেডিয়াম লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হয় ২০০৭ সালে। তবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে ২০১৪ সালের ১৭ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় যাত্রা। এরপর থেকে এই মাঠে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি।

স্পোর্টস ডেস্ক