ক্রিকেটের নতুন সংস্করণ 'টেস্ট-টোয়েন্টি'

আসছে ক্রিকেটের নতুন ফরম্যাট। নাম রাখা হয়েছে ‘টেস্ট-টোয়েন্টি’। টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটের মিশ্রণ হতে চলেছে এটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একটি ভার্চুয়াল বৈঠকে কিংবদন্তি ক্লাইভ লয়েড, ম্যাথু হেউডেন, হরভজন সিং ও এবি ডি ভিলিয়ার্স এই নতুন ক্রিকেট ফরম্যাটের সূচনা করেন।
২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হবে প্রথম মৌসুম। জুনিয়র টেস্ট-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ নামে শুরু হবে এটি। প্রথম মৌসুম হবে ১৩ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে।
নতুন ফরম্যাটে মোট ৮০ ওভার খেলা হবে। প্রতি দল খেলবে দুটি করে ইনিংস। প্রতি ইনিংস হবে ২০ ওভারের। এক ইনিংসের রান আরেক ইনিংসের সঙ্গে যুক্ত হবে টেস্ট ক্রিকেটের মতো। প্রতি দল এই দুবার করে ব্যাট করতে পারবে। পুরো ম্যাচই শেষ হবে একদিনে।
প্রতি দল ১৬ জনের স্কোয়াড নিয়ে তৈরি করতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ৮ জন ভারতীয় ও ৮ জন বিদেশি ক্রিকেটার রাখতে হবে। প্রথম মৌসুমে থাকবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। তিনটি ভারতের আর তিনটি অন্য দেশের।
টেস্ট-টোয়েন্টি প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘এটি খেলোয়াড় ও দর্শকের জন্য নতুন স্বপ্নের সূচনা।’
হেইডেনের মতে, ‘এটি এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সেতুবন্ধন তৈরি করছে।’